চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নজরুলের দীক্ষাকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ মূলোৎপাটন করতে হবে-কাদের

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ | ৩:০৬ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবি সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বিবিসির জরিপে তিন জন শ্রেষ্ঠ বাঙালি— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।  আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে  এই  মাসেই হারিয়েছি আমরা।’

মন্ত্রী বলেন, ‘কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি, যৌবনের কবি, প্রতিবাদের কবি, অগ্নিবীণার কবি।’ কবির অসাম্প্রদায়িক চেতনার শিক্ষার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘কবি নজরুল ইসলাম সব সময় আমাদের অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন। মানবতাবাদের শিক্ষা দিয়ে গেছেন। কবির প্রয়াণ দিবসে তার সমাধির পাশে দাঁড়িয়ে আজ  আমরা শপথ নেবো বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূল উৎপাটন করে কবির স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার।’

তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।  আমরা সবাই তার চেতনাকে ধারণ করছি, সম্মানে ভূষিত করছি। তাকে ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট