চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

সংসদের বিশেষ অধিবেশন কাল শুরু

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২৩ | ১১:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন (চলতি সংসদের ২২তম অধিবেশন) শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ দিন সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদসহ বিস্তারিত কার্যসূচি চূড়ান্ত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন।

বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ বছর ৭ এপ্রিল সংসদের ৫০ বছর পূর্ণ হচ্ছে। ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। এর আগে ২০২০ সালের নভেম্বরে জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে।

এদিকে, শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তব্য দেবেন। বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে হয়তো সংসদের শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল তার দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে। উল্লেখ্য, চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট