চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২৩ | ৮:৫৩ অপরাহ্ণ

রমজান মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সারতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

 

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন এক সার্কুলারে এই সময়সূচি জানিয়ে দিয়েছে।

 

সার্কুলারে বলা হয়েছে, রোজায় রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকলেও ‘অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে’ ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

 

রোজার মাস শেষে ব্যাংকের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট