চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

সারাদেশে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবে ৬০ লাখ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:১৫ অপরাহ্ণ

সারাদেশের ৬০ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় অতিদরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

 

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জ জেলায় সম্প্রসারিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দেশে ৬০ লাখ মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় সারা দেশে ৬০ লাখ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশের মানুষকে এ সেবার আওতায় আনা হবে।’

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট