২৩ জানুয়ারি, ২০২৩ | ২:১৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ভিক্টর পরিবহনের চালক ও ভোলার বাসিন্দা মো. লিটন (৩৮) এবং সহকারী মো. আবুল খায়ের।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড্ডার আনন্দনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগেরদিন (রবিবার) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরণিতে পৌঁছালে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। তবে মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।
এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। আজ দুপুরেও তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।
পূর্বকোণ/এএস