চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক তহবিল গঠন

অনলাইন ডেস্ক

১ জানুয়ারি, ২০২৩ | ৯:০৮ অপরাহ্ণ

রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার বিপরীতে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাত সহনশীল করা ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার জন্য রপ্তানি খাতকে সহায়তা করতে এ তহবিল গঠন করা হয়েছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তহবিল সম্পর্কে বিস্তারিত জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের কাঁচামাল আমদানি বা স্থানীয় সংগ্রহের বিপরীতে রপ্তানি সহায়ক তহবিল হতে প্রাক অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে। বাংলাদেশে কার্যত সকল তফসিলি ব্যাংক উক্ত প্রাক-অর্থায়ন তহবিল হতে ঋণ সুবিধা গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। প্রাক-অর্থায়ন গ্রহণে আগ্রহী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) সঙ্গে আগামী ২২ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে একটি অংশগ্রহণকারী চুক্তি সম্পাদন করতে হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট