১০ জুন, ২০২২ | ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক
করোনায় দুই বছর তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় বাস সার্ভিস।
শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপো থেকে ঢাকা-কলকাতা রুটের প্রথম বাস যাত্রা শুরু করে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু হয়েছে।’
এছাড়া ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস সার্ভিস ফের চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের মার্চে বাস সার্ভিস ফের চালুর উদ্যোগ নিলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি।
পূর্বকোণ/এসি