চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ব্যর্থতা ঢাকতে সবকিছুকে গুজব বলছে সরকার’

২৯ জুলাই, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশে প্রত্যেকদিন নতুন নতুন ঘটনা ঘটছে। সরকার সেগুলোকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে মানুষ মরছে সরকার বলছে গুজব। নিরীহ নারীকে পিটিয়ে হত্যা করাকেও গুজব বলা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর

উপজেলার বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যখন দেশের মানুষ বন্যায় ভাসছে তখন প্রধানমন্ত্রী বিনা কারণে লন্ডনে অবস্থান করছেন। সরকারের মন্ত্রী এমপিরাও ত্রাণ তৎপরতায় নেই। এ অবস্থায় জনগণের দল বিএনপি যখন ত্রাণ সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ঠিক তখনই সরকার দলীয় কর্মীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে।-বাংলানিউজ
খন্দকার মোশারফ বলেন, ‘রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসা সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তাই তারা জনগণকে তারা ভয় পায়।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের কর্মীদের একের পর এক নির্যাতন করা হচ্ছে। রাজশাহীর স্পেশাল কোর্টে নিয়ে তাদের জেল দেওয়া হয়েছে। এমনকি ত্রাণ বিতরণ কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে। আমাদের মাইক লাগাতে দেওয়া হচ্ছে না, প্যান্ডেল করতে দেওয়া হচ্ছে না। ’ এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের শেখ, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন-অর রশিদ খান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কালিয়া হরিপুর, কাওয়াকোলা ও খোকশাবাড়ী ইউনিয়নের প্রায় ১ হাজার বানভাসি মানুষের মধ্যে ১০ কেজি চাল ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট