চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার কমেছে প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক

১ মার্চ, ২০২২ | ৮:১২ অপরাহ্ণ

ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমছে। জানুয়ারির তুলনায় সদ্য ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার বা ১ হাজার ৭৩৪ কোটি টাকা রেমিট্যান্স কম এসেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স করোনা মহামারির মধ্যে যেভাবে এসেছিল সেই প্রবণতা কমেছে।

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে পাঠান। যা টাকার হিসাবে (এক ডলার ৮৬ টাকা ধরে) ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। আর জানুয়ারিতে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা পাঠিয়েছিল প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বল‌ছেন, করোনা মহামারির শুরুর দিকে প্রবাসীদের জমানো টাকা ২০২১ সালে দেশে পাঠিয়েছিল। অনেকে চাকরি হারিয়ে ও ব্যবসা বন্ধ করে দেশে ফেরেন। এতে চলতি বছরে রেমিট্যান্স কমেছে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট