চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

সার্চ কমিটিতে নিরপেক্ষ কেউ নেই: ড. কামাল

অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

নির্বাচন কমিশন গঠন ইস্যুতে সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই বলে অভিযোগ করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) নাগরিক সমাজ আয়োজিত বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে ড. কামাল হোসেন এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার এবং আমরা একত্রিত হয়ে গেছি। ফলে সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান কমিটি বলুন কেউ নিরপেক্ষ খুঁজে বের করতে পারবে না।’

ড. কামাল হোসেন বলেন, ‘দেশ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের ক্ষেত্রে আজ ভগ্নদশা। জনগণের দাবি যখন নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন করা, ঠিক তখন সরকার দেশ ও জাতির বিবেককে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে আইন প্রণয়ন করেছে সার্চ কমিটি গঠনের জন্য। যা নির্বাচন কমিশন গঠনের আইন বলে প্রচার করা জাতির সঙ্গে তামাশা ও এক মহা প্রহসনমাত্র।’

আলোচনায় অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, বেলার প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।

কামাল হোসেন বলেন, ‘রাজনীতি অর্থনীতি শিক্ষা সামাজিক সংস্কৃতি অস্থিরতা। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার, জানমালের নিরাপত্তা অধিকারসহ মানুষের মৌলিক মানবাধিকারসমূহ প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। শাসকগোষ্ঠী দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি গুম খুন ধর্ষণ নির্যাতন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড প্রশাসনের নির্লজ্জ দুই হাজার কুড়ি কারণে রাষ্ট্র সাধারণ নাগরিক দিশেহারা।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে এবং সঠিক বৈদেশিক নীতির অভাব ও দুর্নীতির জন্য আমাদের শ্রমবাজার ক্রমান্বয় সংকুচিত হয়ে আসছে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট