চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

গণতান্ত্রিক অধিকার আজ হারিয়ে গেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক অধিকার, তা আজ হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ নভেম্বর) বিকেলে গণসংহতি আন্দোলনের নতুন কমিটিতে পুনরায় প্রধান সমন্বয়ক নির্বাচিত হওয়ায় জোনায়েদ সাকিকে অভিনন্দন জানিয়ে দেয়া এক অভিনন্দন বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তার নেতৃত্বে গণসংহতি আন্দোলন অগ্রণী ভূমিকা রাখবে বিশ্বাস করি।’

সোমবার (১ নভেম্বর) বিকালে এই অভিনন্দন বার্তার কথা জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সম্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট