চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৭ দিনের নতুন লকডাউন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

২২ এপ্রিল, ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ দিনের নতুন লকডাউন আজ শুরু হয়েছে। নতুন লকডাউনের মেয়াদ আজ ২২ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। চলমান লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়িয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ১২ এপ্রিল সবশেষ প্রজ্ঞাপন জারি হয়েছিল। ওই দিন জানানো হয়েছিল, করোনাভাইরাস জনিত সংক্রমণ প্রতিরোধে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটি বহাল থাকবে। বিধিনিষেধগুলো কার্যকর হয় ১৪ এপ্রিল থেকে।

গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ওই দিন দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, ২২ থেকে ২৮ এপ্রিল এই লকডাউন কার্যকর থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১২ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের ১৩ বিধি-নিষেধ আরও এক সপ্তাহের জন্যও কার্যকর থাকবে। এর আগে কঠোর লকডাউন ঘোষণা করে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট