চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

চলে গেলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

পূর্বকোণ ডেস্ক

৩ জানুয়ারি, ২০২১ | ৮:৩৫ অপরাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হয়ে কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন । আজ রোববার বিকেল ৫টায় বনানীর বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাবেয়া খাতুনের দুই ছেলে ফরিদুর রেজা সাগর এবং ফরহাদুর রেজা প্রবাল বর্তমানে দেশের বাইরে। আগামীকাল বিকেলে রাবেয়া খাতুনকে বনানী কবরখানায় দাফন করা হবে।

রাবেয়া খাতুন লিখেছেন উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, কিশোর উপন্যাস, স্মৃতিকথা। তাঁর লেখা থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও নাটক। ‘ইত্তেফাক’, ‘সিনেমা’ পত্রিকা ছাড়াও তাঁর সম্পাদনায় পঞ্চাশের দশকে প্রকাশিত হতো ‘অঙ্গনা’ নামে নারীদের একটি মাসিক পত্রিকা।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট