চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

যুক্তরাজ্য থেকে আসলেই ৭ দিনের কোয়ারেন্টাইন: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২০ | ৪:২৮ অপরাহ্ণ

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় শঙ্কা বেড়েছে। তাই যুক্তরাজ্য থেকে কেউ দেশে ফিরলে তাকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ ডিসেম্বর) আশকোনার হজক্যাম্পে বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনে কভিড-১৯ শনাক্তকরণ, ভ্রাম্যমাণ আরটি পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন রূপে সবাই চিন্তিত। তবে নতুন ধরনের ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি আছে। সেই সক্ষমতাও আছে বাংলাদেশের।

তিনি বলেন, বয়স্কদের সতর্ক থাকতে হবে, পরতে হবে মাস্ক। ফ্লাইট বন্ধের বিষয়েও আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জাহিদ মালেক বলেন, ‘‘যুক্তরাজ্য থেকে কেউ আসলে তাকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন হবে। আর অন্য দেশ থেকে এলে কোয়ারেন্টাইন হবে তিন দিনের।’’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট