চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিশ্বকাপ উপলক্ষে ডাকটিকিট ও সুভ্যেনির শিট প্রকাশ

পূর্বকোণ ডেস্ক

৩ জুন, ২০১৯ | ৩:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ ডাক বিভাগ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট ও ৪০ টাকা মূল্যমানের একটি সুভ্যেনির শিট প্রকাশ করেছে।

আজ সোমবার (৩ জুন) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ স্মারক ডাকটিকিট ও সুভ্যেনির শিট অবমুক্ত করেন।

একই সঙ্গে এ বিষয়ে ২০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়েছে। এতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে। মন্ত্রী অবমুক্ত করার পর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ সোমবার  ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তী সময়ে দেশের সকল ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ‘ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটি বড় অহংকারের জায়গা।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট