চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ

করোনার ভুয়া রিপোর্টে অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের মালিক সাহেদ করিমের প্রতারণার অভিযোগ জানতে ও ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে হটলাইন চালু করেছে র‌্যাব। পাশাপাশি একটি ই-মেইল এড্রেসও উল্লেখ করা হয় যেখানে লিখিত অভিযোগ জানানো যাবে এই ‘প্রতারকের’ বিরুদ্ধে।

আজ শুক্রবার (১৭ জুলাই) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য-অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন। ভুক্তভোগীরা ০১৭৭৭৭২০২১১ নম্বরে ফোন করে অথবা [email protected] এই মেইল আইডিতে অভিযোগ বা সাহেদের বিষয়ে যেকোনো তথ্য জানাতে পারবেন।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জুলাই) সকালে বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে ভারতে পালানোর সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় র‌্যাব সদর দপ্তরে আনা হয়। পরের তাকে নিয়ে উত্তরায় তার অফিসে অভিযান চালানো হয়। এ সময় এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট