চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

ঢাকা ছাড়লেন ২৬৪ ব্রিটিশ নাগরিক

অনলাইন ডেস্ক

২১ এপ্রিল, ২০২০ | ৬:০৬ অপরাহ্ণ

বাংলাদেশে অবস্থানরত ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) একটি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করেন।

সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে প্রথম দফায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ব্রিটিশ নাগরিকরা। আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজে এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।

করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৮২ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট