চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাগীশ্বরী সঙ্গীতালয়ের দু’দিন ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান

যীশু সেন

৪ জানুয়ারি, ২০২০ | ৫:৪৯ পূর্বাহ্ণ

শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে বাগীশ্বরী সঙ্গীতালয়ের উদ্যোগে ১৫ বছর পদার্পণে সঙ্গীত শিল্পী রিষু তালুকদারের উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক গ্রন্থ ‘শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে যশস্বী সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে দু’দিন ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) সম্পন্ন হয়। গত ১৭ ডিসেম্বর ’১৯ খ্রি. মঙ্গলবার ঠিক সন্ধ্যা ৫.৪৫ মিনিটে অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দু’দিন ব্যাপী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন চট্টগ্রামস্থ আর্য্য সঙ্গীত সমিতি ও সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের উপাধ্যক্ষ, সুরতীর্থের অধ্যক্ষ প-িত নির্মলেন্দু চৌধুরী। শুরুতে সমবেত সঙ্গীতে মুলতানী রাগে ধ্রুপদ পরিবেশিত হয়। এরপর ভীমপলশ্রী রাগে খেয়াল পরিবেশন করেন অমি চক্রবর্ত্তী। তবলায়-পলাশ দে, তানপুরায়-পূজা ঘোষ ও অর্পিতা ঘোষ, হারমোনিয়ামেÑ রিষু তালুকদার। তবলা লহড়া পরিবেশন করেন অর্পা চৌধুরী, পুনম চৌধুরী ও অর্কি চৌধুরী, হারমোনিয়ামে- শিবু চৌধুরী। রক্তিম ধর ও সোমি চক্রবর্ত্তী’র যুগলবন্দীতে ভৈরবী রাগে ঠুমরী পরিবেশিত হয়। তানপুরায়-অমি চক্রবর্ত্তী ও পৃথুলা বিশ্বাস, হারমোনিয়ামেÑরিষু তালুকদার। ফারুক আহমেদ পরিবেশন করেন রাগ- রামকল্যাণ, তানপুরায়Ñ গোলাম রসুল আশিক ও পুনম চৌধুরী, তবলায়Ñ প্রণব ভট্টাচার্য, হারমোনিয়ামে রিষু তালুকদার। বিজয় দেবনাথ পরিবেশন করেন রাগ যোগ, তানপুরায় অর্পা চৌধুরী ও তৃষ্ণা সেন, তবলায় পলাশ দে, হারমোনিয়ামে রিষু তালুকদার। প-িত স্বর্ণময় চক্রবত্তী পরিবেশন করেন রাগ-মারোয়া। তানপুরায়- অমি চক্রবর্ত্তী ও সোমি চক্রবর্ত্তী, তবলায়Ñ রাজীব চক্রবর্ত্তী হারমোনিয়ামে-প্রমিত কুমার বড়–য়া।

শেষ দিনে ১৮ ডিসেম্বর ’১৯ বুধবার কেদার রাগে সমবেত ধ্রুপদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পরে সঙ্গীত শিল্পী রিষু তালকুদারের শাস্ত্রীয় সঙ্গীত দীপিকা গ্রন্থের মোড়ক উন্মোচন ও শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে আলোকপাত করা হয়। এতে সভাপতিত্ব করেন, সঙ্গীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেন, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের অ্যাটাচি শ্রী লোকনাথ চ্যাটার্জী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতি সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের’ উপাধ্যক্ষ ও সুরতীর্থের অধ্যক্ষ প-িত নির্মলেন্দু চৌধুরী ও দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক কবি এজাজ ইউসুফী। স্বাগত বক্তব্য রাখেন, সঙ্গীতালয়ের পরিচালক রিষু তালুকদার। আরো বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদ্্যাপন পরিষদের আহ্বায়ক যীশু সেন ও সদস্য সচিব পলাশ দে। দু’দিন ব্যাপী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী গৌতম চৌধুরী। বাগীশ্বরী সঙ্গীতালয়ের নিয়মিত প্রকাশনা ‘সুরপুষ্প’ প্রকাশিত হয়, সম্পাদনায় ছিলেন যীশু সেন। শেষ দিনে উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানে গৌরী নন্দী পরিবেশন করেন রাগ-শ্যামকল্যাণ, তানপুরায়- পূজা ঘোষ ও অর্পিতা ঘোষ, তবলায়- প্রণব ভট্টাচার্য, হারমোনিয়ামে- চৈতী দে। সুমন সেন ও সানি ধর-এর যুগলবন্দী খাম্বাজ রাগে ঠুমরী পরিবেশিত হয়। তানপুরায় অর্পা চৌধুরী ও সোমি চক্রবর্তী, তবলায় দোলন দাশ, হারমোনিয়ামে- রিষু তালুকদার। উস্তাদ প্রকাশ বড়–য়া পরিবেশন করেন রাগ চারুকেশী, তানপুরায় পিয়াস বড়–য়া ও প্রত্যয় বড়–য়া (অভি)।

তবলায়- সানি দে, হারমোনিয়ামেÑ শুভ দাশ। উনার পরিবেশনায় প্রত্যয় বড়–য়াও তাকে কণ্ঠে সহযোগিতা করেন। সুব্রত দাশ অনুজ পরিবেশন করেন রাগ আভোগী, তানপুরায় প্রমা অবন্তী চৌধুরী ও ঋতু সাহা, তবলায় সানি দে, হারমোনিয়ামে কৃষ্ণ চৌধুরী। রিষু তালুকদার পরিবেশন করেনÑ রাগ দরবারী কানাড়া, তানপুরায় অর্পিতা ঘোষ ও সোমি চক্রবর্ত্তী। তবলায় শিবু চৌধুরী, হারমোনিয়ামে বিজয় দেবনাথ। দোলন কানুনগোর গীটারের ঝংকারে রাগকৌশিক কানাড়া পরিবেশিত হয়। তবলায়Ñ রতন দত্ত। দু’দিনে সমবেত ধ্রুপদে অংশগ্রহণ করেনÑ আয়েশা আরবি রাইসা, সাদনিম সুলতানা, অর্নেট দাশ শাওন, অনিতা ঘোষ, সুমন সেন, রিমন সাহা, অর্চনা মুৎসুর্দ্দী, সনাতন দাশ, শুভ সেন, সানি ধর, বিজয় দেবনাথ, সমীরণ সেন, সব্যসাচী আচার্য্য, হরিপদ মজুমদার, জয়িতা দাশ, অর্পিতা দেব, তৃষ্ণা সেন, অমি চক্রবর্ত্তী, সোমি চক্রবর্ত্তী, মৌমিতা বিশ্বাস, পুষ্পিতা চৌধুরী, দেবারতি বিশ্বাস, তন্বী দেবী, পৃথুলা বিশ্বাস, প্রিয়তোষ নাথ, অর্পিতা ঘোষ, পূজা ঘোষ, প্রজ্ঞা মজুমদার, অতন্দ্রিলা দে, নিগার সুলতানা, পাপিয়া পাল, নবনিতা দাশ, রক্তিম ধর, ধ্রুব পাল, রানা চৌধুরী, অনন্যা দেব, প্রিয়ন্তী ভট্টাচার্য্য, পুনম চৌধুরী, অর্কি চৌধুরী, অর্পা চৌধুরী, ঋতম ঘোষ, রুম্পা দাশগুপ্তা, কৌশিক সেনগুপ্ত, অনিন্দ্য রায় বিশ্বাস, রাজ চৌধুরী, হৃদিতা দাশ, অয়ন বিশ্বাস, গোলাম রসুল আশিক।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানে যশস্বী শিল্পীদের প্রতিটি পরিবেশনার শেষে দর্শকরা মুহুর্মুহু করতালিতে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তানপুরা, তবলা আর গীটারের ঝংকারে মুখরিত ছিল টিআইসি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট