চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিসন্ধ্যা শতকণ্ঠে কবিতা

রাতুল হাসান

২৭ জুলাই, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও সক্রিয় আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এবছর পথচলার একযুগ পূর্ণ করছে। প্রতিষ্ঠার যুগপূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে দর্শনীর বিনিময়ে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার আয়োজন করছে ২০০৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটি। যুগপূর্তি অনুষ্ঠানমালার ষষ্ঠ আয়োজনটি গতকাল ২৪ জুন ২০১৯ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো।
সন্ধ্যা ৬.৩০টায় ‘শতকণ্ঠে কবিতা’ শীর্ষক এ আবৃত্তিসন্ধ্যার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু এবং আশকারী এন্ড এসোসিয়েটসের প্রধান অ্যাডভোকেট হোসাইন আল আশকারী। তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়য়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের ও ছোটদের বিভাগের ১০০জন শিল্পী এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করেন।
বড়দের বিভাগের অরনিম চৌধুরী, ছলিম উল্লাহ, শারমিন সুলতানা, সুষ্ময় পাল শুভ, পম্পি দে, মৌ দত্ত, চিংকু রানী শীল, তাওহীদা শারমিন, এ.এফ.ফাহিম, সুমি বিশ্বাস, প্রান্তি দেব, ফারহানা বেগম, জেরিন আহমেদ, শহীদুল ইসলাম, প্রমি সাহা, নূর হাসি, শাহানাজ ঝুমু, মো. ইমরান, স্মুতি রাণী দেবী, ফাতেমা বিনতে নোমান, রবি ভৌমিক, কামরুন নাহার, ইমাম চৌধুরী, খাদিজা বেগম, অর্পিতা দাশগুপ্তা, শাফায়াতুন নেছা, জান্নাতুল আদিলা, কুলছুমা আক্তার, অপর্ণা দাশগুপ্তা, সুষ্মিতা দাশ, পিয়া দাশ, রাহুল ঘোষ দস্তিদার, রিফাইয়া আহমেদ, মালবিকা সিথি, অরুন্ধতি চৌধুরী, হিরন্ময় বড়–য়া, সুষ্মিতা দত্ত, আরমান হাফিজ, সানজিদা আফরোজ, প্রান্তিকা সাহা, সৌগত বডুয়া, সোহেল রানা, অরিত্রি চৌধুরী, রত্না চৌধুরী, আফরোজা সুলতানা, আনিকা ইবনাত সূচী, রুম্পা বিশ্বাস, রাজেশ্বরী চৌধুরী, গার্গী দেব ও মৃত্তিকা ধর পরিবেশন করেন কবি ওমর কায়সার, দিলীপ দাশ, নাজিমুদ্দীন শ্যামল, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, মহাদেব সাহা, শহীদ কাদরী এবং হেলাল হাফিজের কবিতা। ছোটদের বিভাগের চন্দ্রিকা বড়–য়া, রোদশী দাশগুপ্তা, আদ্রিতা ধর, উপমা বড়–য়া, মুনতাকা রহমান, দ্বীপ বিশ্বাস, মেহজাবিন আলম, আনাস চৌধুরী, ইরফানুর রহমান, বর্নিল বসাক, সিদ্ধিমিত্র পুষ্মিতা, ঐশিকা বড়–য়া, আলিশবা হক, অনিন্দিতা বসাক, জেনি বড়–য়া, অংকিতা বিশ্বাস, শুভজিৎ চক্রবর্ত্তী, সাফওয়ানা নওরোজ ফারাহ, উচ্ছ্বাস সেন, আরিশ ইসলাম, কাশশাফ খান সিফাত, কায়েফ খান সিয়াম, মৃত্তিকা সেনগুপ্তা, শান বড়–য়া, ঋষভ চক্রবর্ত্তী, নব দত্ত, প্রত্যুষা চৌধুরী, শ্রেষ্ঠা বসাক, অদ্রি সরকার, কৌশিক পাল, আদ্রিতা দাশ, রাজদ্বীপ বসাক, অনিন্দিতা বিশ্বাস, দ্বিপান্বীতা আইচ কথা, রাজদ্বীপ দাশ, কাজী আকসা নাজাকাত, নিকাশ্চুম আলম নিথি, নমরিন আহমেদ সারা, অর্ণা চৌধুরী, পর্ণা দাশ, ঋষিরাজ চৌধুরী,আয়াতুল আহসান চৌধুরী, সায়ীদা শাজননী সায়মা নিকিতা দাশ, ন্সেহা পাইক, সহ¯্র চৌধুরী, অপর্না ভট্টাচার্য, শ্রেষ্ঠা পাইক ও সুমন্ত্র দাশ পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, রাশেদ রউফ এবং উৎপলকান্তি বড়–য়ার ছড়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট