চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

॥লটারি পেলেন ১ মিলিয়ন ডলার, তবুও তিনি মাদক সম্রাজ্ঞী!

২০ মে, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : এক বছর আগে একটি লটারিতে (স্ক্র্যাচ-অফ খেলা) ১০ লাখ (১ মিলিয়ন) ডলার জিতেছিলেন কার্লি হার্বস্ত নামের এক নারী । তিনি ৫০০০০০০ ডলার এর গোল্ড রাশ ডাবলার গেমে ওই অর্থ জিতেছিলেন। ফ্লোরিডার ওই নারী পরে মাদক পাচারের দায়ে গ্রেপ্তার হন।
আদালতের রেকর্ড অনুযায়ী, ফ্লোরিডার ওই নারীর অতীত ইতিহাস ভালো না। তিনি এর আগে ড্রাগ রাখার দায়ে এবং চুরির দায়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আদালত অবমাননা এবং বাজেয়াপ্ত লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের অভিমত, লটারিতে এক মিলিয়ন ডলার জিতে ধনী হওয়া ওই নারীর ভাগ্য সুপ্রসন্ন নয়।
কারণ, তিনি হেরোইন পাচার এবং বেআইনি ডিভাইস ব্যবহারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ওই নারী ফ্লোরিডার লটারি কর্মকর্তাদের জানান, লটারি টিকিটটির নম্বরের কারণে তিনি সেটি কিনেছিলেন। টিকিটটির নম্বর ছিল ২৪।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট