চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ | ১:১৬ অপরাহ্ণ

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এবং সিরিয়া সরকার। এতে ১৮ জন নিহত হয়েছেন।

একটি পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার এই বিমান হামলা চালায়। তবে এই বিমান হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি রাশিয়া এবং সিরিয়া। খবর বিবিসি’র।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইদলিবের ব্যস্ত আল হালে মার্কেটে বিমান হামলাটি হামলা চালানো হয়। একই সঙ্গে ইদলিব শহরের বাণিজ্যিক এলাকায়ও হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন চালক নিহত হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে মুস্তাফা নামের এক দোকান মালিক বলেন, ‘কিছু মালপত্র আনার জন্য দোকানের বাইরে যাওয়ার পরই বিমান হামলার ঘটনা দেখতে পায় সে। ’

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। চলতিমাসে সিরিয়ার সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে অভিযান শুরু করে।

তবে সম্প্রতি রাশিয়া এবং তুরস্কের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু চুক্তি লঙ্ঘন করে ইদলিবে বার বার বিমান হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ইদলিব থেকে পালিয়ে প্রায় ৩ লাখ মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট