চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবারও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল

১২ অক্টোবর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আবারও কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদ পুনরায় তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করে। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

চলতি বছর জুলাইয়ে ৪৩ বছর পর সংবিধান সংশোধন করে নতুন এক আইন করে দেশটির সরকার। এতে করে প্রতিনিধি পরিষদের ওপর তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা আসে। সে অনুযায়ী বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন করেন পার্লামেন্ট সদস্যরা। উপস্থিত ৫৮০ জনের মধ্যে ৫৭৯ জনই তাকে ভোট দেন। সালভেদর ভালদেস মেসা কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। জাতীয় পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এসতেবান লাজো। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন দিয়াজ ক্যানেল। ১৯৫৯ থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রোর শাসনামলের পর দশটিতে কখনও প্রধানমন্ত্রী ছিলেন না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট