চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আকাশে ধর্মঘট পাইলটদের, ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারলাইনস ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটরা বেতন-ভাতা নিয়ে সৃষ্ট বিবাদে টানা দুই দিনের ধর্মঘট পালন করছেন। ফলে নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে বিএ কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে পাইলটদের এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি খবরে বলা হয়, গত মাসেই ব্রিটিশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) বিএ কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুরোধ রাখা না হলে সেপ্টেম্বরে তারা তিন দিনের ধর্মঘটে যাবে।

তাদের দাবি, কোম্পানি মুনাফার যে অংশ পাইলটদের দিচ্ছে, তার পরিমাণ বাড়ানো। তবে তাদের সতর্কতা সত্ত্বেও ব্যাপারটি গুরুত্ব দেয়নি বিএ কর্তৃপক্ষ।

এর জেরে টানা দুই দিনের ধর্মঘট পালন করছেন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা।

পূর্বকোণ/পলাশ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট