চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীরে দমন-পীড়নে ইসরায়েলকে পাশে পেলো ভারত

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সেখানকার জনগণের ওপর যে নিপীড়ন চালাচ্ছে ভারত, তাতে পুরোপুরি সমর্থন জানিয়েছে ইসরায়েল।
এখানে উল্লেখ্য যে, এই ইহুদি রাষ্ট্রটি বরাবরই নয়াদিল্লির ভালো বন্ধু হিসাবে পরিচিত এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।

নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভারতীয় সীমান্তের ভিতরেই নেওয়া হয়েছে।’
তিনি ভারতকে ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ’ হিসাবে উল্লেখ করে আরো বলেন, তারা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার এবং আইনকে সম্মান করে। ইসরায়েল এমন এক সময়ে ভারতকে সমর্থন করে বিবৃতি দিলো যখন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বেশ কিছু দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কাশ্মীরে ভারতীয় সেনাদের উপস্থিতি ও তাদের পাশবিক নির্যাতন নিয়ে নিন্দায় সোচ্চার হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট