চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেপিং পানে দ্বিতীয় মৃত্যু

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক্স সিগারেট বা ভেপিং পানে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগেও ইলেকট্রনিক্স সিগারেট পানের কারণে বিরল শ্বাস-প্রশ্বাস জনিত রোগে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে একজনের মৃত্যু হয়েছিল।
যুক্তরাষ্ট্রে বিরল ফুসফুস সংক্রান্ত রোগের অস্তিত্ব পাওয়া গেছে। এ রোগের সঙ্গে ইলেকট্রনিক্স সিগারেট পানের যোগসূত্র রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ভেপিং পানের কারণে আরো ২১৫ জন বিরল শ্বা-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকরা। সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে ইদানিং ‘ইলেকট্রিক নিকোটিন ডেলিভারি সিস্টেম’ (এন্ডস) বা ‘ইলেকট্রনিক সিগারেট’ ব্যবহার করা হয়। সিগারেটের মতই দেখতে ফাইবার বা প্লাস্টিক দিয়ে তৈরি এই ব্যাটারিচালিত যন্ত্রগুলির মধ্যে একটি প্রকোষ্ঠ থাকে। তার মধ্যে ভরা থাকে বিশেষ ধরনের তরল মিশ্রণ। যন্ত্রটি গরম হয়ে ওই তরলের বাষ্পীভবন ঘটায় এবং ব্যবহারকারী সেই বাষ্প টেনে নেয় ফুসফুসে, যা ধূমপানের অনুভূতি দেয়।

ব্রিটিশ পার্লামেন্টে দুই দফা হারের পরও নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে স্থির রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট বিলম্ব করতে অনুরোধ করার থেকে বরং খাদে পড়ে মরবো।’ ব্রেক্সিট ঝামেলা মাথায় নিয়েও গককাল স্কটল্যান্ডের
অ্যাবারডিনের নিকটবর্তী ব্যাঞ্চরিতে ডারফোর্ডের ডারনফোর্ড ফার্ম পরিদর্শনে এভাবেই ক্যামেরাবন্দি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবি- রয়টার্স

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট