চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

তুরস্কে বোমা হামলায় নিহত বেড়ে ৮, একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২ | ১:৪৭ অপরাহ্ণ

তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) একজনকে আটকের বিষয়টি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু।

 

দেশটির সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ইস্তিকলাল অ্যাভিনিউতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত এবং ৮১ জন আহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বোমাটি তিনি ঘটনাস্থলে ফেলে রেখেছিলেন।

 

হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, এটি একিট সন্ত্রাসী হামলা। এতে একজন নারী সহায়তা করেছেন। এ ঘটনায় ইস্তাম্বুল প্রশাসন বিস্তারিত তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৫-২০১৭ সালের মধ্যে তুরস্কে একের পর এক মারাত্মক বোমা হামলা চালানো হয়েছিল। এসব হামলায় জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করা হয়।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট