চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২ কিলোমিটার জ্বলন্ত ট্যাংকারটি চালিয়ে নিয়ে গেলেন ফায়সাল

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২২ | ১:২৬ অপরাহ্ণ

সড়কের পাশে পেট্রোল পাম্পে রাখা ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। ঠিক তখনই বিপুল প্রাণহানির শঙ্কায় জীবন বাজি রেখে জ্বলন্ত গাড়িটি চালিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যান চালক মুহাম্মদ ফায়সাল । 

বৃহস্পতিবার (৯ জুন) দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবরে জানা যায়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সড়কের পাশে পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, ‘আমার তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব। আগুন দেখতে পেয়ে আমি দ্রুত গাড়িটি চালিয়ে নেওয়ার চেষ্টা করি, যদিও দাউ দাউ করে আগুন জ্বলছিলো।’

তিনি আরও বলেন, ‘আমি আমার মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’ প্রতিবার যখনই তিনি ট্যাংকার থামাবেন বলে সিদ্ধান্ত নেন, তখন কাছাকাছি কিছু লোক দেখতে পান। এতে তিনি ট্যাংকার চালিয়ে নিতে বাধ্য হন। চালকের কাছে এ ঘটনাটি বেশি ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ মনে হওয়ার কারণ হলো, ট্যাংকারটিতে ১০ হাজার লিটারের বেশি পেট্রোল ছিল।

শেষ পর্যন্ত ফায়সালের চেষ্টায় সুফল পাওয়া গেছে। একপর্যায়ে ট্যাংকারটি থামানো হলে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট