চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভেনিজুয়েলার সংলাপে বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না: রাশিয়া

২৯ জুলাই, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য যেকোনও সংলাপ হতে হবে নিঃশর্ত এবং তাতে কোনও বিদেশি হস্তক্ষেপ থাকতে পারবে না। খবর রয়টার্সের।
শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সে দেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনও বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না। মস্কো ভেনিজুয়েলার সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
তিনি যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ না করে বলেন, পাশ্চাত্যের উচিত কারাকাসের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পরিবর্তে দেশটিতে সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করা।
মার্কিন সরকার সম্প্রতি ভেনিজুয়েলার সরকার বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির সরকারের পতন ঘটানোর ব্যাপক চেষ্টা চালিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট