চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ারগ্যাস

২৮ জুলাই, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : হংকংয়ের উত্তরের জেলা ইউয়েন লংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
গত সপ্তাহে গণতন্ত্রপন্থিদের ওপর মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিদের হামলার প্রতিবাদে শনিবার কয়েক হাজার লোক বিক্ষোভ বের করলে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশ এসব হামলার ঘটনায় চোখ বন্ধ করে রেখেছে এবং হামলাকারীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। পুলিশ অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবারের বিক্ষোভ মিছিলের অনুমোদন ছিল না পুলিশের। তবে এর পরও কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করে এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। কয়েকটি স্থানে সড়কে প্রতিবন্ধকও দিয়েছিল বিক্ষোভকারীরা। এর জবাবে অন্তত একটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট