চট্টগ্রাম সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সোমবার চতুর্থ দফায় আলোচনায় বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে তিনবার মুখোমুখি আলোচনায় বসলেও এবার তাদের মধ্যে বৈঠক হচ্ছে ভিডিও কলের মাধ্যমে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়াক টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধিরা একটি রুমের মধ্যে বসে আছেন। আর তাদের সামনে থাকা টিভির পর্দায় রাশিয়ার প্রতিনিধিদের দেখা যাচ্ছে।

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো অবশ্য খুব বেশি আশার কথা জানাতে পারেননি। তিনি অনেকটা হতাশার সুরে বলেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু বিষয়টি অনেক কঠিন।

এ ব্যাপারে টুইটারে মাইখাইলো পোদোলায়াক বলেন, দুইপক্ষ তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে। আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা।

এদিকে আলোচনা শুরুর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল রাশিয়ার কাছে প্রধান দাবি থাকবে, সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা। এরপর তারা বাকি দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। খবর দ্য গার্ডিয়ানের।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন