চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার টিকটক ভিডিও করতে নদীতে ঝাঁপ: প্রাণ গেল তরুণের

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ | ৮:৫০ অপরাহ্ণ

এবার টিকটক ভিডিও করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল এক তরুণের। গত সোমবার ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙা জেলায় এ ঘটনা ঘটে। পানিতে ঝাঁপ দেওয়ার পর ২৪ ঘণ্টা পর ভেসে ওঠে ওই তরুণের লাশ। এর আগেও টিকটক ভিডিও করার নেশায় বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তরুণ-তরুণীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার দ্বারভাঙার কেওটি ব্লকে বন্যায় ফুলে-ফেঁপে ওঠা নদীর পানিতে ঝাঁপ দিয়ে দুঃসাহসিক টিকটক ভিডিও রেকর্ড করছিলেন তিন বন্ধু আফজাল, কাশিম ও সিতার। পরে এ ঘটনায় তাদের এক বন্ধু পানিতে তলিয়ে যায়।

উদ্ধার করা ভিডিওতে দেখা গেছে, নদীতে দুঃসাহসিক ঝাঁপ দিচ্ছে কাশিম। তার ফোনের ক্যামেরায় ধরে রাখছে আফজাল। পানিতে লাফিয়ে পড়ার পর হঠাৎ বন্যার পানিতে হাবুডুবু খেতে শুরু করে কাশিম। বন্ধুকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় আফজাল। শেষ পর্যন্ত কাশিম পাড়ে উঠতে পারলেও তলিয়ে যান আফজাল। তাকে বাঁচাতে বেশ কয়েকজন পানিতে ঝাঁপ দেন। কিন্তু অনেক খুঁজেও কোনো সন্ধান মেলেনি তার। একদিন পরে নদীর ঠিক সেই জায়গা থেকে তার দেহ উদ্ধার করেন বন্যার উদ্ধার কাজে কর্মরত সেনারা।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট