চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাবুলে ৩টি বিষ্ফোরণে নিহত ৫, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ | ১:৩৭ অপরাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের বাসে বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনার পর শহরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

বাসে যে বিস্ফোরণটি ঘটেছিল তার কাছেই আরেকটি বিস্ফোরণ ঘটে, তৃতীয় আরেকটি বিস্ফোরণ শহরের পূর্বাংশে ঘটে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, খনি ও পেট্রলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বাসটির নিচে একটি চুম্বক বোমা লাগিয়ে দেওয়া হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের মারা যান ৫ জন। আহত হন আরও অনেকে। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। কোনো জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের একটিরও দায় স্বীকার করেনি। গাড়ির নিচে বোমা রেখে কাবুলে ঘটা সন্ত্রাসবাদী হামলাগুলোর একটি পরিচিত ধরন। কাবুলের সরকারি কর্মচারীদের বাসে ও গাড়িতে প্রায়ই এই ধরনের হামলা চালানো হয়। যা নিয়ে খুবই উদ্বেগে আফগান প্রশাসন।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট