চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্রিটেন নতুন প্রধানমন্ত্রী, উত্তাল রাজনীতি, পদত্যাগের হিড়িক

২৫ জুলাই, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রিটেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে ব্রেক্সিটপন্থি বরিস জনসনকে। কনজারভেটিভ পার্টির লিডার হিসেবে নির্বাচিত হওয়ার প্রায় সাথে সাথেই দেশটির ৭৭তম প্রধানমন্ত্রীও হলেন তিনি।
এদিকে, অন্যতম ক্ষমতাধর দেশটির নতুন এ প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে ব্রিটিশ রাজনীতি। নিজ দল ও জোটের সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন বরিস। নিজের অতি রক্ষণশীল রাজনৈতিক দল ও সরকারের অনেকেই পছন্দ করছেন না তাকে। ফলে একাধিক মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সিদ্ধান্ত নিতে চলেছেন আরো কয়েকজন। ‘প্রয়োজনে চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরে’র নীতি জনসনের।
এ কারণেই তাকে নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। জনসন ক্ষমতা নেয়ার আগেই তাই মন্ত্রীসভা ছাড়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। অর্থমন্ত্রী ছাড়াও পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এনি মিল্টন, পররাষ্ট্রমন্ত্রী এলেন ডানকান। একই সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী ডেভিড, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী রোরি স্ট্রুয়ার্ট। লাইনে যোগ হতে চলেছে আরো ক’জনের নাম- এমনটাই খবর সংবাদমাধ্যমের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট