চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এভারেস্ট থেকে মিলল তিন হাজার কেজি জঞ্জাল!

৩০ এপ্রিল, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

জঞ্জালমুক্ত নয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেখানেও জমে রাশি রাশি জঞ্জাল। হবে নাই বা কেন প্রতি বছর পর্বতারোহীর সংখ্যা হু হু বাড়ছে। আর যত বেশি মানুষ আসবে তত বেশি জঞ্জাল বাড়বে। সেটাই হচ্ছে মাউন্ট এভারেস্টে।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে জঞ্জালের হাত থেকে বাঁচাতে নেপাল সরকার ‘স্বচ্ছ মাউন্ট এভারেস্ট অভিযান’ শুরু করে। তাতেই চোখ কপালে ওঠার মতো জঞ্জাল সংগৃহীত হয়েছে। সোমবার নেপাল সরকার জানিয়েছে, মাউন্ট এভারেস্ট থেকে তিন হাজার কেজি জঞ্জাল সংগৃহীত হয়েছে। এত জঞ্জাল কোথায় পাঠানো হবে সেই নিয়ে প্রথমে সমস্যায় পড়ে নেপাল সরকার। পরে আকাশপথে সেনা চপারে দুই হাজার কেজি পাঠানো হয় ওকালডুংগা ও বাকি হাজার কেজি পাঠানো হয় রাজধানী কাঠমান্ডুতে। বেস ক্যাম্প থেকে পাঁচ হাজার কেজি জঞ্জাল পাওয়া যাবে বলে ধরা হয়েছিল। যার মধ্যে সাউথ কোল এলাকা থেকে দুই হাজার ও ক্যাম্প টু এবং ক্যাম্প থ্রি থেকে তিন হাজার জঞ্জাল রয়েছে। জঞ্জাল কুড়ানোর সময় সাফাই কর্মীরা চারটি মৃতদেহ খুঁজে পায়। এই সাফাই অভিযানের জন্য ২৩ মিলিয়ন নেপালি টাকা খরচ হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট