চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরান কোনো দেশের সঙ্গেই যুদ্ধ চায় না : রুহানি

১৯ জুন, ২০১৯ | ১:২২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরান ঘোষণা দিয়েছে যে, তারা কোনো দেশের সঙ্গেই যুদ্ধে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যে আরও এক হাজার অতিরিক্ত সেনা পাঠাবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়ার পর নিজেদের অবস্থান জানিয়ে এমন কথা বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের ঘোষণা দেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহান। গত সপ্তাহে ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ইরানেকে দায়ী করার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর এমন ঘোষণা দিল। যা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির তৈরি করেছে।
ইরানকে হুমকি হিসেবে অভিহিত করে দেশের প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান শানাহান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট