চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্পকে কি অযোগ্য ঘোষণা করা যাবে?

আন্তর্জাতিক ডেস্ক

৮ জানুয়ারি, ২০২১ | ৪:৪৭ অপরাহ্ণ

আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার জন্য তার সমর্থকদের নিন্দা করতে ব্যর্থ হওয়ার পরে তিনি আর রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারেন কিনা অমন কথা উঠেছে। এছাড়াও তিনি তার পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনকে প্রত্যায়িত করায় বাধাদানের জন্য তার সমর্থকদের নিন্দা করতে ব্যর্থ হওয়াটাও এক্ষেত্রে বিবেচনাধীন।

সংবিধানের ২৫তম সংশোধনীর ৪র্থ অনুচ্ছেদ অনুযায়ী এমন দাবি করা হচ্ছে। এই ধারানুযায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ বা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তাকে ‘অযোগ্য’ ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হতে পারেন। গত নভেম্বরের নির্বাচন-পরবর্তী সময়কালজুড়ে ট্রাম্পের আচরণ ‘একজন রাষ্ট্রনায়কসুলভ নয়’ উল্লেখ করে বেশ ক’জন ডেমোক্রেট কংগ্রেসম্যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্রাম্পকে রাষ্ট্রপতির পদে থাকার জন্য ‘অযোগ্য’ বা ‘অক্ষম’ হিসাবে ঘোষণার জন্য পেন্সেকে অনুরোধ করেছেন তারা। মার্কিন ও বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ব্যাপারটি বেশ আলোচিত হচ্ছে।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট