চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের শরীরে করোনার নতুন বৈশিষ্ট্য

আর্ন্তজাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২০ | ১:৪৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যফেরত ছয় ভারতীয় নাগরিকের শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের ধরনটি  শনাক্ত হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত ৬ রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সঙ্গে ভ্রমণ করা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে।

“তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে,” বিবৃতিতে বলেছে তারা। 

ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ছয় জনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।

এর মধ্যে ১১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়; আক্রান্তদের নমুনা পরীক্ষা করে ৬ জনের মধ্যে নতুন ধরনটি মেলে, বলেছে তারা। 

ভারতে মঙ্গলবার নতুন ১৬ হাজার ৪৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে দেশটিতে শনাক্ত রোগী এক কোটি ২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে এক লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।

শনাক্ত রোগী বিবেচনায় ভারতের অবস্থান বিশ্বের মধ্যে দ্বিতীয়; এ তালিকায় তাদের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট