চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্রান্সে ৩ পুলিশকে গুলি করে হত্যা, হামলাকারীও নিহত

ফ্রান্সে ৩ পুলিশকে গুলি করে হত্যা, হামলাকারীও নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ

ফ্রান্সে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। একই হামলায় আরও ১৪ জন আহত হন। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের সেইন্ট-জাস্ট এলাকার কাছে প্রত্যন্ত এক গ্রামে বন্দুকধারীর গুলির এ ঘটনা ঘটে।খবর বিবিসি’র।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ৪৮ বছর। ঘটনার পরে তারও লাশ পাওয়া যায়। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করার পর তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন বলে জানান তারা। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছার পরেই বন্দুক হামলার শিকার হন।

কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স শোক প্রকাশ করেছেন।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট