চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আফগানিস্তানে দুর্বৃত্তের গুলিতে নারী সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাড়িতে করে জালালাবাদ যাওয়ার পথে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ওই নারী সাংবাদিক ও তার গাড়িচালক গুলিবিদ্ধ হন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ন্যাটো ও ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহত ওই নারী সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ ও গাড়িচালকের নাম মোহাম্মাদ তাহির। মাইওয়ান্দ এনিকাস রেডিও ও টিভির সাংবাদিক ছিলেন। পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবে এর আগে নারী সাংবাদিকের চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছিলেন তিনি। এর আগে পেশায় সমাজকর্মী মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে হত্যা করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার মালালা মাইওয়ান্দ জালালাবাদে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে মালালাসহ তার গাড়িচালকও নিহত হন।

প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট