চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

ভারতে শেষ চালানে গেল ৯৭ টন ইলিশ

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২০ | ১১:৫৭ পূর্বাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বেনাপোল বন্দর দিয়ে মোট ১ হাজার ৮৭৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার শেষ চালানে ৯৭ টন ইলিশ ভারতে গেছে।

প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। এ হিসাবে রপ্তানি হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ডলারের ইলিশ। রপ্তানি করা প্রতিটি ইলিশের ওজন গড়ে ১২০০ গ্রাম।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ রপ্তানিকারককে মোট ১ হাজার ৮৭৫ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়। গত ১৪ সেপ্টেম্বর ১২ টন ইলিশের প্রথম চালান ভারতে যায়।

৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টার সময় শেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হয়। এই সময়কালে মোট ইলিশ রপ্তানি হয়েছে ১ হাজার ৮৭৫ টন।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় ইলিশ মাছ রপ্তানি বন্ধ রাখে সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট