চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

এবার ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল মেটা

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২২ | ৬:৫০ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টুইটারের পর এবার ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক প্রান্তিকে আশানুরূপ আয় না হওয়ায় এ সিদ্ধান্তের কথা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেন, ‘মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমাদের কর্মী ১৩ শতাংশ কমানোর পরিকল্পনা করেছি। আমাদের মেধাবী ১১ হাজারের বেশি কর্মীকে ছেড়ে দিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে ও আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে আরও বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে রয়েছে ব্যয় সংকোচন ও বছরের প্রথম প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ রাখার মতো নানা পদক্ষেপ।’

 

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিল। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনা এটাই প্রথম। তবে যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন। মেটাভার্স নামের নতুন প্রযুক্তিতে অধিক বিনিয়োগ এবং বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সম্প্রতি আরও দুটি প্রযুক্তি ও যোগাযোগ প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং টুইটার কর্মী ছাঁটাই করেছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট