চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

হাঁটলে গোড়ালিতে ব্যথা?

অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২ | ৮:০৩ অপরাহ্ণ

অতিরিক্ত হাঁটলে পায়ে ব্যথা হওয়াটা স্বাভাবিক। তবে অনেকে অল্প হাঁটার পরই গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এমন হলে কিছুটা সতর্ক তো হতেই হবে। গোড়ালির ব্যথার অনেক কারণ আছে। অনেকে হাঁটার সময় গোড়ালিতে বেশি চাপ দেন। ফলে গোড়ালিতে ব্যথা হয়।

 

কিন্তু এমন সমস্যা নিয়ে তো বসে থাকা যায় না। সেজন্য কি করার আছে? চলুন জেনে নিই।

অ্যাসেনশিয়াল অয়েল মালিশ করুন: ল্যাভেন্ডার তেলের সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই তেলটি গোড়ালিতে মালিশ করুন। নিয়মিত ব্যবহারে গোড়ালির ব্যথা দ্রুত কমবে।

জুতোর দিকে মনোযোগ দিন: শক্ত জুতো ব্যবহার করলে গোড়ালির সমস্যা হতে পারে। জুতো বদলে নিলে সমস্যা দূর হতে পারে। এসব ক্ষেত্রে নরম জুতো পড়াই ভালো।

 

গরম তেলের মালিশ: সরিষার তেল গরম করে মালিশ করতে পারেন ব্যথার জায়গায়। সরিষার তেলে ব্যথানাশক ক্ষমতা থাকায় মালিশে আরাম পাবেন।

বরফ থেরাপি: গোড়ালিতে ব্যথা হলে বরফ থেরাপি ব্যবহার করুন। বরফ থেরাপিতে ব্যথা কিছুটা কমতে পারে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট