চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

২০ দিনে এল ১৩ হাজার ৭৫০ কোটি টাকার প্রবাসী আয়

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ

চলতি মাস অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১২৫ কোটি ৭০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১১০ টাকা ধরে) ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা। আর প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৬৮৮ কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস অক্টোবরের প্রথম ২০ দিনে ১২৫ কোটি ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। প্রতিদিন গড়ে আসছে ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৯০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

 

আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

 

সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক টাকা সমান ১০৯.৫০ টাকা ধরে) ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স বা প্রবাসী আয়। এর আগে গত ২০১৯ সালের মে মাসে ১২৭ কোটি ৬২ লাখ ২০ হাজার ডলার এসেছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন