চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবারও হচ্ছে না আয়কর মেলা, তবে দেয়া হবে মেলার সুবিধা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২১ | ১০:৫৩ অপরাহ্ণ

গতবারের মতো এবারও করোনা পরিস্থিতির কারণে হচ্ছে না আয়কর মেলা। তবে নভেম্বর মাসজুড়ে করদাতাদের সুবিধার্থে সব কর অঞ্চলে দেয়া হবে আয়কর মেলার সুবিধা। করদাতাদের সেবা নিশ্চিত করতে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের নেতৃত্বে ১১ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২০ সালেও করোনা সংক্রমণের কারণে মেলা আয়োজন থেকে বিরত ছিল এনবিআর।

গত ৭ই অক্টোবর অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর রবিবার (১০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যানের সম্মতিক্রমে ১৭টির মতো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ও মনিটরিং কমিটিসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট