চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

২০২০ সালে বাংলাদেশে ৩.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফ’র

২০২০ সালে বাংলাদেশে ৩.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফ’র

অর্থনীতি ডেস্ক

১৪ অক্টোবর, ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২০ সালে ৩ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। আগামী বছর সেটি বেড়ে প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডলারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২০ সালে ১ হাজার ৮৮৮ ডলার হয়ে ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতের মাথাপিছু গত চার বছরে মধ্যে সর্বনিম্ন জিডিপি ১০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮৭৭ ডলার হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান এবং নেপালের মাথাপিছু জিডিপির তুলনায় ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের তুলনায় পিছিয়ে থাকবে দেশটি।

আইএমএফ জানুয়ারি-ডিসেম্বর সময় ধরে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ ২০২০ সালে বাংলাদেশের ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে আভাস দিয়েছিল। তবে মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে সম্ভাব্য এ প্রবৃদ্ধির পরিমাণ বাড়িয়ে ৩ দশমিক ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট