চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বর্ষীয়ান অভিনেতা টম উইলকিনসনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

নন্দিত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও অসুস্থতা নয়, বরং হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তার পরিবার।

‘দ্য ফুল মন্টি’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’র মতো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন উইলকিনসন। বাফটা, গোল্ডেন গ্লোবসের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, দুইবার মনোনয়ন পেয়েছিলেন অস্কারেও।

টম উইলকিনসনের মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করেছেন প্রভাবশালী অভিনেতা জর্জ ক্লুনি। তিনি বলেছেন, ‘টম প্রতিটি ছবিকে সমৃদ্ধ করেছে, প্রত্যেক অভিনেতাকে শাণিত করেছে। চার্ম, কমনীয়তার প্রতীক ছিলেন তিনি, যাকে সবাই ভীষণ মিস করবে।’

সিনেমা ও টেলিভিশন মিলিয়ে ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন টম উইলকিনসন। ব্রিটিশ ফিল্ম এনসাইক্লোপিডিয়ার মতে, ‘টম একজন প্রধানতম তারকা, যিনি সিনেমার জন্য স্মরণীয় এক উপহার।’

‘দ্য ফুল মন্টি’ সিনেমায় টমের সঙ্গে কাজ করেছেন স্কটিশ অভিনেতা কার্লাইল। তিনি ব্যথিত মনে বলেছেন, ‘টম একজন অসাধারণ অভনেতা। শুধু তার প্রজন্ম নয়, যে কোনও প্রজন্মের জন্যই তিনি শ্রেষ্ঠ অভিনেতাদের একজন।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট