চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

ফের ঢাকায় আসছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ‘২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিতেই তার এই সফর। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খবরটি জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

 

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম এই উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এতে এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি তথা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর। সেজন্যই নতুন বছরে ঢাকার ফ্লাইট ধরবেন অভিনেত্রী।

 

এশিয়ান কম্পিটিশন বিভাগে শর্মিলার সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার। এশিয়ার বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ছবিগুলো দেখে তারা সেরা বাছাই করবেন। সেরা চলচ্চিত্র পাবে ক্রেস্ট, সনদ ও নগদ এক লাখ টাকা।

 

আয়োজক সংস্থা রেইনবো ফিল্ম সোসাইটি জানিয়েছে, এ বছর ৭০টি দেশ থেকে প্রায় ২৫০টি সিনেমা অংশ নিচ্ছে তাদের উৎসবে। ছবিগুলোর প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁন্স ফ্রঁসেজে।

 

এবার ঢাকা উৎসবে আরও হাজির হচ্ছেন ‘চিলড্রেন অব হ্যাভেন’ খ্যাত ইরানের নন্দিত নির্মাতা মাজিদ মাজিদি। এছাড়াও আসছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। তিনি একটি মাস্টারক্লাসেও অংশ নেবেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর স্লোগান- ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট