চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

আমিরাতের দুই স্কুলে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৭১ শিক্ষার্থী

ইউএই প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫০ পূর্বাহ্ণ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

 

এবার আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে ১৭ জন ছাত্র এবং ২০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ২৯ জন নিয়মিত এবং বাকি ৮ জন অনিয়মিত। ততমধ্যে ৩৩ জন বিজ্ঞান ও বাকি ৪ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন।

 

বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ স্কুলে মোট ৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৭ জন বিজ্ঞান এবং ১৭ জন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী।

 

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরীক্ষাকেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দূতাবাসের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার।

 

দুটি স্কুলের সব ছাত্রছাত্রীই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। গতকাল দুটি স্কুলেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে কেন্দ্র পরিচালকরা জানিয়েছেন।

 

পূর্বকোণ/জেইউ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট