চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দুবাইয়ের সড়কে বাংলাদেশিসহ নিহত ৩, ফেরা হল না শফিকের

ইউএই সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৩ | ১২:০৭ পূর্বাহ্ণ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম শফিক (৩২) নামে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে। অন্যদের মধ্যে একজন ভারতীয় ও আরেকজন পাকিস্তানি। এ ঘটনায় আরও দুজন আহত হয়।

শুক্রবার ভোরে দুবাইয়ের শেখ যায়েদ রোডে পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাংলাদেশি শফিক নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

নিহতের মেঝভাই মোহাম্মদ নাজিম জানিয়েছেন, শারজাহর আলী মুছায় তাদের পারিবারিক ফার্নিচার ব্যবসা রয়েছে। শফিকুল আবুধাবিতে ফার্নিচারের সাপ্লাই শেষে ফেরার পথে দুবাই’র শেখ যায়েদ রোডে তাদের পিকআপটিকে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। শফিকুল এবং তাদের পাকিস্তানি ড্রাইভার তাদের পিকআপ পার্ক করে গাড়ি থেকে নেমে ঘটনা কি দেখতে যায়। সেখানে প্রাইভেট কারের চালকসহ দাঁড়িয়ে থাকা অবস্থায় তৃতীয় আরেকজন মার্কিন নাগরিক চালিত ল্যান্ড ক্রুজার এসে তাদের আঘাত করলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। তিনজনের লাশই বর্তমানে দুবাই পুলিশ হেডকোয়ার্টারের হিমঘরে রয়েছে।

 

শফিকুল ২০১১ সাল থেকে আমিরাতে আছেন এবং তার ১২ বছর বয়েসি একপুত্র ও ৮ বছর বয়েসি এককন্যা সন্তান রয়েছে। দুমাস পরে তার ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল। আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন