চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি নাগরিকসহ গ্রেপ্তার ৫

১৭ আগস্ট, ২০২০ | ৫:১১ অপরাহ্ণ

সিঙ্গাপুরের এক নাগরিকসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন এন্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার ব্যক্তিদের কমপক্ষে ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।

আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন বাংলাদেশি। একজন সিঙ্গাপুরের নাগরিকও আছেন। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।

স্ট্রেইটস টাইমস বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। তারা অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট